8194460 রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭ জন - OrthosSongbad Archive

রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭ জন

রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭ জন
দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত শহর ওলেস্কিতে বৃহস্পতিবার এক ড্রোন হামলায় সাতজন নিহত হয়েছেন। রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসন অংশের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে এক বার্তায় এ তথ্য জানান। মস্কো থেকে এএফপি এই সংবাদ প্রকাশ করেছে।

ভ্লাদিমির সালদো তার পোস্টে লিখেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘এফপিভি’ (ফার্স্ট পারসন ভিউ) ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে, কৃষ্ণসাগর উপকূলবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ২ জন নিহত এবং আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। আল জাজিরা এই তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে একাধিক রুশ ড্রোন ওডেসা বন্দরে আঘাত হানে। হামলার ফলে বন্দরের অবকাঠামোতে আগুন ধরে যায়, যার প্রভাবে আশেপাশের আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না