ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিট্রিট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিট্রিট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে দুই দিনব্যাপী রিট্রিট প্রোগ্রাম ২ ও ৩ মে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।


ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।


ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখাপ্রধানগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী শরীয়ার উদ্দেশ্যের আলোকে সাধারণ মানুষের কল্যাণে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেন। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, ব্যাংকিং ও শরীয়াহ বিষয়ক জ্ঞান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। শরীয়াহ নীতিমালা, সুশাসন ও পরিপালনের সংস্কৃতি বাস্তবায়নে ব্যাংক নির্বাহীদের আরো আন্তরিক ও উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।


দুই দিনব্যাপী এ রিট্রিট প্রোগ্রামে ব্যাংকের আমানত, বিনিয়োগ, খেলাপি বিনিয়োগ আদায়, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ সব ধরণের ব্যাংকিং সেবা আরো সমৃদ্ধ ও গতিশীল করার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটিকে পূর্ণমাত্রায় ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি