কার্ডধারীদের জন্য গ্রিন পিন চালু করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

কার্ডধারীদের জন্য গ্রিন পিন চালু করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কার্ডধারী গ্রাহকদের জন্য গ্রিন পিন সেবা চালু করেছে। এখন ঘরে বসেই ব্যাংকের গ্রাহকগণ ডেবিট ও ক্রেডিট কার্ডে পিন সেট আপ, কার্ড এক্টিভেশন, পিন রিকোভারি এবং পিন পরিবর্তন করতে পারবেন। এজন্য ব্যাংকের ওয়েব সাইটে গ্রিন পিন অনশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানের পর গ্রাহকের রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে প্রদত্ত ওটিপি কোড যাচাইয়ের মাধ্যমে খুব সহজেই এই সেবা গ্রহণ করা যাবে।


আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধার পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন বিশেষ সুবিধা। নিরাপদ এবং আধুনিক চিপ সমৃদ্ধ কার্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি।


ডিজিটাল ব্যাংকিং সেবায় দেশব্যাপি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিজস্ব ২৫৫টি এটিএম বুথ রয়েছে। একইসাথে টাকা উত্তোলন এবং জমা দেয়ার সুবিধা রয়েছে সিআরএম বুথে। নগদ টাকা উত্তোলনের ছাড়াও বুথ ব্যবহার করে যে কোন ব্যাংকে রিয়েল টাইম ভিত্তিতে অর্থ স্থানান্তর, অ্যাকাউন্টের ব্যালান্স জানা, মিনি স্টেটমেন্ট দেখা এবং মোবাইল ব্যাংকিং অর্থ উত্তোলনের সুবিধা রয়েছে।


ব্যাংকের প্রতিটি শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটে কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের জন্য রয়েছে পিওএস মেশিন। এছাড়াও কার্ড ব্যবহার করে দিনের ২৪ ঘন্টায় দেশের যে কোন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। স্মার্ট অ্যাকাউন্ট কার্ড হোল্ডারা পাচ্ছেন সর্বনিম্ন মূল্যে টাকা উত্তোলনের সুযোগ।


কেনাকাটায় এফএসআইবি কার্ড হোল্ডারদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। বিভিন্ন উৎসবে ব্যাংকের কার্ড ব্যাবহার করে বিভিন্ন ব্র্যান্ড আউটলেটে কেনাকাটায় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায়। জাল নোট ও ছেঁড়া নোট নিয়ে প্রায় সময়ই ভোগান্তিতে পড়তে হয়ে, সেখানে কার্ড ব্যবহারে এ ধরণের ভোগান্তি সহজেই এড়ানো যায়।


বিশ্বের যেকোন প্রান্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হজ কার্ড, প্রি-পেইড মাল্টি কারেন্সি কার্ড, তানিম ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। ফরেন কারেন্সি অর্থ উত্তোলনে রয়েছে আর্কষণীয় কনভারশন রেট। এছাড়াও বিদেশী অনলাইনে কেনাকাটার জন্য এসব কার্ড নিরাপদ, সময় উপযোগী এবং সাশ্রয়ী।


এফএসআইবি স্মার্ট অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যে ডেবিট কার্ড সুবিধা উপভোগ করতে পারেন। এছাড়াও স্কুল ব্যাংকিংয়ের জন্য অংকুর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য প্রজন্ম এবং মাদরাসার শিক্ষার্থীদের জন্য তিলমিয অ্যাকাউন্ট খুললেই বিনামূল্যে আর্কষণীয় ডেবিট কার্ড প্রদান করা হয়। এসব অ্যাকাউন্টের বিপরীতে বিনামূল্যে এফএসআইবি ক্লাউড অ্যাপস ব্যবহারের সুবিধা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উন্নত বিশে^র আদলে আধুনিক ক্যাাশলেস সোসাইটি গঠন এবং প্লাস্টিক মানি ব্যবহারে এফএসআইবি ডেবিট ও ক্রেডিট কার্ড সচেতন গ্রাহকদের জন্য হতে পারে আর্থিক লেনদেনের সময়োপযোগী সমাধান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি