এক, দেড় ও দুই টন ধারণক্ষমতার প্রতিটি এসিতেই ব্যবহার করা হয়েছে ফাস্ট কুলিং টেকনোলজি। মিনিস্টারের এসিগুলোয় এমন টেকনোলজি ব্যবহূত হয়েছে, যা বিদ্যুৎসাশ্রয়ী। সাধারণত ক্রেতারা এসি কেনার পরবর্তী পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হন। কিন্তু মিনিস্টার তাদের প্রতিটি এসির কম্প্রেসারগুলোয় দিচ্ছে সাত বছরের গ্যারান্টি।
মিনিস্টার হাই-টেক পার্ক মূলত পাঁচটি এসির ওপর এ অফার নিয়ে আসছে। স্প্লিট এবং ইনভার্টার দুটি ক্যাটাগরির মোট পাঁচটি এসিতে ক্রেতারা এ ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে ইনভার্টার দেড় টন এবং দুই টনের এসির মূল্য ছিল যথাক্রমে ৬৯ হাজার ৮৯২ টাকা এবং ৮০ হাজার ৬৪৮ টাকা, যা মূল্যহ্রাসের পর ৫৩ হাজার ৩০০ এবং ৬১ হাজার ৫০০ টাকায় নেমে এসেছে। এছাড়া স্প্লিট তিনটি ধরনের এক, দেড় ও দুই টন এসির মূল্য ছিল যথাক্রমে ৪১ হাজার ৯৩৫, ৫৯ হাজার ১৪০ ও ৭১ হাজার ৯৩৫ টাকা, যা মূল্যহ্রাসের মাধ্যমে হয়েছে ৩১ হাজার ৯৮০, ৪৫ হাজার ১০০ ও ৫৪ হাজার ৮৫৮ টাকা। —বিজ্ঞপ্তি