ঢাবি চলচ্চিত্র সংসদের নানা আয়োজন ‘স্মৃতির বিজয়’

ঢাবি চলচ্চিত্র সংসদের নানা আয়োজন ‘স্মৃতির বিজয়’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উপলক্ষে ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, মৌলবাদ বিরোধী বিজয় আর্টক্যাম্প, ফানুস উড্ডয়ন, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

রবিবার (১৩ ডিসেম্বর) চলচ্চিত্র সংসদের প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠামো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্ব্বলন করা হবে। এ বছর কভিড-১৯ মহামারীর কারণে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক ও ইউটিউব প্লাটফর্মে আয়োজিত হবে।

এছাড়া ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় শুরু হবে চিত্রশিল্পীদের অংশগ্রহণে মৌলবাদ বিরোধী বিজয় আর্টক্যাম্প। এদিন উগ্র মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে ‘আমার ভাস্কর্য’ শিরোনামে উন্মুক্ত ভাস্কর্য নির্মাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে থাকছে বিশেষ ইনস্টলেশন। সন্ধ্যা ৭টায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ফানুস উড্ডয়নসহ নানা আয়োজন।১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি