অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। তিনি সংগঠনের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্যক্তিগতভাবে এই সংগঠনকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাঝী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান সরকার, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠনের উপদেষ্টা এম. জি. রোকন মাঝী, প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফি আলম খাঁন, এবং ৯২ নং তারাবুনিয়া কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান।
তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠনের বর্তমান সভাপতি সোহেল তানভীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন সরকার সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ছাত্রকল্যাণ সংগঠন এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বিশ্বাস করেন, এই ধরনের উদ্যোগ তরুণদের অনুপ্রাণিত করবে এবং একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।