মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে তদন্তকারীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
রুশ তদন্তকারী কমিটি জানায়, আগুন লাগার সময়ে কক্ষের ভেতরে ১৫ ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে চারজন আগুন থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন। এতে কর্তৃপক্ষের সম্ভাব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে তদন্তকারী কমিটি। আগুন নিভে যাওয়ার পর ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানান, বেঁচে যাওয়ার চার জনের মধ্যে একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন এখানকার বাসিন্দা। এই তিন জনকে এক তলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।
যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। ঠিকমতো চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধরা দ্রুত বের হয়ে আসতে পারেননি।