যমুনা সেতুতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতুতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে উত্তর-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ছুটছে রাজধানী ঢাকার দিকে।

এ কারণে চাপ বেড়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে। বেড়েছে যমুনা সেতুতে যানবাহন পারাপারের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ সেতুতে ৪৯ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে তিন কোটি ৪৩ লাখ টাকারও বেশি।


শনিবার (১৪ জুন) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।


এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৩৬৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ৩০ হাজার ৮১৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।


যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ফিরতি ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী লেনে প্রচুর গাড়ির চাপ রয়েছে। চাপ সামলাতে অতিরিক্ত বুথ স্থাপন করে টোল আদায় করা হচ্ছে। ধারণা করা যাচ্ছে রোববার সকাল পর্যন্ত এই চাপ থাকবে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা