ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার ধীর গতির যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকায় ফেরা মানুষজন।

শনিবার (১৪ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীর গতির যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এদিকে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছে।


পুলিশ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। এছাড়া গভীর রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলতি গাড়িটি রেকার দিয়ে সরাতে কিছুটা সময় লাগে। এতে টোল আদায় ধীর গতির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আবার সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে যানবাহন ঠিকমতো পার না হওয়ায় টাঙ্গাইলের অংশে ধীরগতির যানজট তৈরি হয়েছে৷ ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে ধীর গতির রয়েছে৷


এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় পুরো রাতই সেতু দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি ছিল। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও সিরাজগঞ্জ অংশে যানজট রয়েছে। যার কারণে টাঙ্গাইলের অংশেও যানবাহনের জটলা বাধে। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা