ব্র্যাক ব্যাংক ও হুইসিডা কনসালট্যান্সির মধ্যে চুক্তি

ব্র্যাক ব্যাংক ও হুইসিডা কনসালট্যান্সির মধ্যে চুক্তি

বিদেশী বিনিয়োগকারীদের, বিশেষ করে চীনা ব্যবসায়ীদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং এবং আর্থিক পরামর্শমূলক সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক হুইসিডা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস বিডি লিমিটেডের (এইচসিএসএল) সাথে একটি পার্টনারশিপ চুক্তি করেছে।


এই অংশীদারিত্বের মাধ্যমে, দক্ষ, ক্লায়েন্ট-কেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এবং হুইসিডা কনসালটেন্সি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজতর করবে।


হুইসিডা কনসালটেন্সি বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী চীনা ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করে থাকে। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের পরিচালিত ডেডিকেটেড চায়না ডেস্ক চীনের কর্পোরেট প্রতিষ্ঠানদের চাহিদা অনুসারে ব্যাংকিং সেবা প্রদান করে।


চায়না ডেস্ক চীনের কর্পোরেট ক্লায়েন্টদের জন্য ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারদের নিয়োগ করেছে, যারা পেশাদারিত্বের সাথে ব্যাংকিং লেনদেন, রেগুলেটরি কম্প্লায়েন্স ও অ্যাকাউন্ট সার্ভিস-সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করে।


ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ.কে.এম ফয়সাল হালিম এবং হুইসিডা কনসালটেন্সি-এর ম্যানেজিং ডিরেক্টর চাও চংচং।


এই পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, বিদেশী বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে, আমরা ব্যবহারিক এবং খাত-নির্দিষ্ট ব্যাংকিং সেবা দেওয়ার ওপর জোর দিয়েছি। এই পার্টনারশিপ চীনের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দক্ষতার সাথে পরিচালনা করতে এবং নিশ্চিন্তে বিনিয়োগ করতে সহায়তা করার আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।


এই সহযোগিতা ব্র্যাক ব্যাংকের আন্তঃসীমান্ত পার্টনারশিপ সক্ষম করার এবং বাংলাদেশে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার সাথে খাপ খাইয়ে বিশেষায়িত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি