উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও এলকো ওয়্যারস অ্যান্ড ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক মাহমুদ মতিন, পরিচালক (অর্থ) মোঃ গোলাম মোরশেদ রাসেল, পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) মোঃ কামাল হোসেন মজুমদার ডলার, পরিচালক জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক সাফকাত শহীদ মোহাম্মাদ খৈয়াম, নির্বাহী পরিচালক ডিএম আবু বকর সিদ্দিক এবং কোম্পানির সিওও মো. শাহরিয়ার মাহমুদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন জানান, এলকো ওয়্যারস অ্যান্ড ক্যাবলস লিমিটেড দীর্ঘকাল ধরে ইলেকট্রিক ক্যাবল বাজারজাত করে আসছে। পণ্যের গুণগত মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরাসরি কপার প্রক্রিয়াজাতকরণের জন্য উৎপাদন প্রক্রিয়ায় এই আপ-কাস্টিং প্ল্যান্ট সংযোজন করা হয়েছে।