বিআইসিএম'র রিসার্চ সেমিনার

বিআইসিএম'র রিসার্চ সেমিনার

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে “অরেঞ্জ বন্ডস অ্যান্ড জেন্ডার-ডিসাগ্রেগেটেড ইমপ্যাক্ট রিপোর্টিং: বেস্ট প্রাক্টিসেস, গ্যাপ্স অ্যান্ড রেলেভেন্স ফর বাংলাদেশ”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তার।


আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে আক্তারের সাথে আরো রয়েছেন বিআইসিএমের সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা।


ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ।


রিসার্চ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শাবনাজ আমিন (অদিতি); লাইটক্যাসল পার্টনারস লিমিটেডের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও বিজন ইসলাম; এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের বাংলাদেশের ডিরেক্টর-এডভাইজরি অ্যান্ড প্যার্টনারশিপ দেবাশীষ রায়।


প্রধান অতিথির বক্তব্যে ফারজানা লালারুখ বলেন, পুঁজিবাজারে নতুন নতুন প্রোডাক্ট আনার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। একটি নতুন প্রোডাক্ট হিসেবে অরেঞ্জ বন্ড এর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এ ধরনের বন্ড অন্যান্য বিষয়ের সাথে সমাজের নারীদেরকে আরো বেশি ক্ষমতায়ন করবে।


তিনি আরো বলেন, আমাদের পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা বর্তমানে সারা বিশ্বে চলমান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে এ ধরনের নতুন প্রোডাক্ট গ্রহণ করতে কতটুকু প্রস্তুত সেসব বিষয় বিবেচনা করে নতুন প্রোডাক্ট আনা হবে। বিআইসিএম-এর এ ধরনের গবেষণার ফলে নতুন প্রোডক্ট আনা আরো সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এছাড়াও আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।


ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৫ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি