ব্র্যাক ব্যাংকে অর্থঋণ আদালত আইন ও সংশ্লিষ্ট আইন বিষয়ক কর্মশালা

ব্র্যাক ব্যাংকে অর্থঋণ আদালত আইন ও সংশ্লিষ্ট আইন বিষয়ক কর্মশালা

ব্র্যাক ব্যাংকের লিগ‍্যাল ও রিকভারি ডিভিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “অর্থ ঋণ আদালত আইন অ্যান্ড রিলেটেড ল’স এর অধিনে প্রাকটিক্যাল কোর্ট প্রসিডিংস” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা।


এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মনিরুজ্জামান।


সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের ও বিভিন্ন অঞ্চলের মোট ৮০ জন কর্মকর্তার অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাক্টিং হেড অব এসএমই ব্যাংকিং ইন্দ্রজিৎ সুর। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমান।


নলেজ শেয়ারিং কর্মশালার লক্ষ্য হল ঋণ আদায়ের সাথে জড়িত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা, বিশেষ করে আইনি কাজে। এটি অর্থ ঋণ আদালত আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে খেলাপি ঋণ মামলার দ্রুত এবং আরও কার্যকর সমাধানের সুবিধার্থে প্রয়োজনীয় আইনি জ্ঞান প্রদান করে লিগ্যাল ও রিকভারি টিমকে আরও সক্ষম ও সুদক্ষ করার জন্য এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ধরনের উদ্যোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, আইনি ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দিবে এবং সর্বোপরি ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবং আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি