চায়না রাউন্ড ট্রিপসহ নেপাল-কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা

চায়না রাউন্ড ট্রিপসহ নেপাল-কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা

দেশের ১ নম্বর জনপ্রিয় কুরিয়ার সার্ভিস পাঠাও, দ্বিতীয়বারের মতো তাদের মার্চেন্টদের কোয়ার্টারলি ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানান। বাংলাদেশে এই প্রথম মার্চেন্টদের চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল ও কক্সবাজার রাউন্ড ট্রিপের কাপল এয়ার টিকিট জিতেছেন পাঠাও কুরিয়ারের মার্চেন্টরা।


বৃহস্পতিবার (২৬ জুন) একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়।


বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা টু গুয়াংজু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন ইজি শপ বিডি এর নাইম হোসেন, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা টু কাঠমুন্ডু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন মেহেদি বাই মিমি এর তানজিলা আকতার, বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা টু কক্সবাজার টু ঢাকা কাপল এয়ার টিকেট পাঁচমিশালি বাই তৃনা এর তানিয়া ইসলাম তৃনা।


ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই ধরনের পুরস্কার পাঠাও কুরিয়ার মার্চেন্টদের অনুপ্রেরণা জোগায়। এটি শুধু তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতির স্বীকৃতি নয়, বরং নতুন ও উদীয়মান মার্চেন্টদের জন্য একটি উৎসাহব্যঞ্জক উদাহরণও। মার্চেন্টদের ব্যবসার অগ্রগতিতে সহায়তা করার ব্যাপারটি চিন্তা করেই এই এয়ার টিকেটগুলো নির্বাচন করা হয়। তাই, কক্সবাজার ও নেপালের মতো ভ্রমণের গন্তব্যের পাশাপাশি, এবার যুক্ত হয়েছে চায়নার মতো ব্যবসায়িক ট্রিপও। পাঠাও কুরিয়ার ভবিষ্যতেও মার্চেন্টদের ভালো পারফরম্যান্সকে উৎসাহিত করার জন্য এরকম আয়োজন অব্যাহত রাখবে।


২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখ এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি