ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ফার্মা ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কয়ার ফার্মা ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স,ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, গ্রামীণফোন, আইএফআইসি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, মালেক স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।