২০২১ সালের প্রথম দিন দল ঘোষণা

২০২১ সালের প্রথম দিন দল ঘোষণা
২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট-বল হাতে মাঠে নামবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি দেশে আসার সূচি চূড়ান্ত হয়েছে জেসন হোল্ডারের দলের।

ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে টাইগারদের প্রস্তুতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া তথ্য অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন। তারও আগে ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে হবে দল ঘোষণা।

আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। গত মাসের ২৪ তারিখ থেকে শুরু হওয়া এ আসরে জাতীয় পর্যায়ের বেশিরভাগ ক্রিকেটারই গড়পড়তা ৮ থেকে ১০টি ম্যাচ খেলে ফেলেছেন। খুব স্বাভাবিকভাবেই খানিক ক্লান্তি ও অবসাদ আছে। তা কাটাতে কিছুটা সময় বিশ্রাম দরকার। তাই আগামী ৭ জানুয়ারি থেকে অনুশীলন শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তারপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাঝে সময় কম। তাই ওয়ানডের পর টেস্টের আগে আর আলাদা দল ডেকে অনুশীলন করা সম্ভব না। তাই একেবারে দুই সিরিজের জন্য ২৪ জনের দল ঘোষণা করা হবে। সেখান থেকেই প্রথমে ১৫-১৬ জনের ওয়ানডে দল আর পরে ১৪-১৫ সদস্যর টেস্ট স্কোয়াড বেছে নেয়া হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা এ বছর দল ঘোষণা করব না। পহেলা জানুয়ারিই হতে পারে দল ঘোষণা।' তা না হলে নতুন বছরের ৩ জানুয়ারির মধ্যে দল ঘোষণার কাজ সেরে ফেলার কথা জোর দিয়ে বলেন নান্নু।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়