সংস্থাটি বলছে, সার্বিকভাবে সেপ্টেম্বর পর্যন্ত তৈরি পোশাক খাতে প্রায় ৬০-৬৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়। এছাড়া অর্ডার বাতিল করার অজুহাতে কারখানা বন্ধ ঘোষণা করে অধিকাংশ ক্ষেত্রে এসব কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি।
এ বিষয়ে টিআইবি জানায়, প্রাথমিক পর্যায়ে একত্রে বহুসংখ্যক শ্রমিক ছাঁটাই করা হলেও পরে অল্প সংখ্যক করে নিয়মিতভাবে শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য মতে, সেপ্টেম্বর পর্যন্ত তৈরি পোশাক খাতে প্রায় ৬০-৬৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়। প্রণোদনা পাওয়ার পরও বিজিএমইএ’র সভাপতি কর্তৃক বিপুলসংখ্যক শ্রমিক ছাঁটাই করার বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করা হয়, যা একদিকে যেমন এ খাতে শ্রমিকদের ভিতর আতঙ্ক সৃষ্টি করে; অপরদিকে মালিকদের শ্রমিক ছাঁটাইয়ে উৎসাহিত করে।