সৌদিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু

সৌদিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু
করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেয়ার কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন। আলজাজিরার সূ্ত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেয়া শুরু করল সৌদি আরব।

সৌদিতে প্রথমে টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। টিকা নেয়ার পর তিনি বলেছেন, ‘আমরা জনগণকে নিশ্চিত করছি যে, এই টিকা নিরাপদ।’’

সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।

সৌদি আরবে ৩৪ মিলিয়ন জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীনা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সিনোভেক টিকাদান কর্মসূচি শুরু করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া