8194460 ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান - OrthosSongbad Archive

ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান

ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান

আর্তমানবতার সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবজীবনের অন্যতম মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রয়েছে মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব। এটি সাদাকায়ে জারিয়ার একটি সহজ রূপ। স্থায়ী প্রকৃতির স্বেচ্ছামূলক এই দান অ্যাকাউন্টে মূল টাকা সংরক্ষিত থাকে এবং তা থেকে প্রাপ্ত আয় মানবকল্যাণে ব্যয় করা হয়। মূলত এই হিসাবের মাধ্যমে সমাজের ধনী ও স্বচ্ছল ব্যক্তিদের দানকৃত টাকা শরী‘আহসম্মত বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হয় এবং তা থেকে অর্জিত মুনাফা বিভিন্ন কল্যাণধর্মী কাজে ব্যয় করা হয়।


গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম এক হাজার টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন এবং বাকি টাকা কিস্তিতে জমা করতে পারবেন। ঘোষিত সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা হলে ওয়াক্ফদাতাকে একটি ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট প্রদান করা হয়।

এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরীয়াহসম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা প্রদান করা যায়। এ হিসাবে অর্জিত মুনাফা বন্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী/চলতি হিসাব সংশি¬ষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা প্রদান করা হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে প্রদান করা হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন।


আঠারো বা তদূর্ধ্ব বয়সের বাংলাদেশের যেকোন নাগরিক এই হিসাব খুলতে পারবেন। আবেদনকারী সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সেরে ফটোকপি দিয়ে ব্যাংকের যেকোন শাখা, উপশাখা কিংবা এজেন্ট আউটলেটে এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া অংশীদারী প্রতিষ্ঠান, ট্রাস্ট, ক্লাব, সোসাইটি, সমবায় সমিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও এই অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানেরর সাথে সংশ্লিষ্ট যেমন অংশিদারী দলিল, ট্রেড লাইসেন্স, ডিড অব ট্রাস্ট ও ট্যাক্স সার্টিফিকেট সরবরাহের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যাবে। নাবালকদের নামে পিতা-মাতা অথবা অভিভাবকও এই হিসাব খুলতে পারবেন।


গ্রাহকের নির্দেশক্রমে তার ব্যক্তিগত চলতি/সঞ্চয়ী হিসাব থেকে প্রতিমাসে সরাসরি কিস্তির টাকা জমা করার সুযোগ রয়েছে। অনলাইন, আইব্যাংকিং এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কিস্তি জমা করা যায়। এছাড়া ওয়াকফ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রাও জমা দেওয়া সম্ভব।


গ্রাহকের মৃত্যু হলে ওয়াকফ হিসাবের মুনাফা তার নির্দেশিত খাতে ব্যায় করা হবে। এক্ষেত্রে ঘোষিত পরিমাণের চেয়ে কম অর্থ জমা হয়ে থাকলে মৃতের উত্তরাধিকারী (গণ) বাকি অংশ জমা দিতে পারবেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি