রাজস্ব আদায়ে সরকার প্রতি বছর বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পূরণের চেষ্টা করে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ হাজার কোটি টাকা বেশি।
এক প্রশ্নের জবাবে কামাল বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক গুলোর শীর্ষ ব্যবস্থাপকদের নিয়োগ দেয়া হচ্ছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এ জাতীয় বিধান কার্যকর করা হলে ব্যাংকিং খাত আরও ভালো হবে তিনি উল্লেখ করেন।