গোলাপী লালে সেজেছে গোলাপ গ্রাম

গোলাপী লালে সেজেছে গোলাপ গ্রাম
 

ঢাকার অদূরেই সাভারের আশুলিয়া। গোলাপ গ্রাম। গোলাপী লালে সাজানো গোছানো বিরুলিয়া, শ্যামপুর, আক্রাইন, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগ্নিবাড়ি, কালিয়াকৈর, ভবানীপুর, রাজারবাগ, নয়াপাড়া, খাগান, কমলাপুর, সামাইর জুড়ে ফুলে ফুলে অপরূপা বাগান। এখানের স্থানীয়দের কৃষিকাজ বলতে গোলাপসহ বিভিন্ন ফুল চাষ। কয়েকটি ফুলের বাজারও আছে এখানে।



রাত পোহালেই পহেলা ফালগুন ও বিশ্ব ভালবাসা দিবস। লাল হলুদের এমন উৎসব একইদিনে ব্যতিক্রম। এ দিবসকে সামনে রেখেই বিরুলিয়ার গোলাপ চাষীদের গোলাপ ও নানা রকমের ফুল কেন্দ্রীক অর্থনীতি এখন চাঙ্গা।



আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিরুলিয়া এলাকার বিভিন্ন ফুলচাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারির জন্য ফুলের চাহিদা অনেক বেশি। এ অঞ্চলের চাষিরা সারা দিন ফুল কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। এ মৌসুমে চাষিরা গত বছরের তুলনায় অনেকটা ভালো দাম পাচ্ছেন। তাই ফুলের চাহিদা অনুসারে কয়েক কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলে জানান ব্যস্ত ফুলচাষীরা।



সাভারে গোলাপ চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোলাপের হাট। এখানে সন্ধ্যা হলেই গোলাপ চাষি, পাইকারি ক্রেতা, খুচরা ফুল বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে হাটগুলো সরগরম হয়ে ওঠে। হাটগুলোতে দূরদূরান্ত হতে পাইকাররা ছুটে আসেন ফুল কিনতে। গোলাপ হাটে ফুলচাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ মৌসুমে চাষিরা আগের বছরের তুলনায় ভাল দাম পাচ্ছেন। এ বছর ফুলের চাহিদাও কম নয়, তাই কয়েক কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলেও জানান গোলাপ চাষীরা। মূলত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গোলাপের ভাল ফলন হয়। এ বছর বিরুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় গোলাপের আবাদ বেশি হয়েছে। এতে এখানের ফুলচাষীরা লাভবান হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা