শনিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে।। এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল আজম চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যদের মাঝে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, বাণিজ্যিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান এবং ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেড এর কর্পোরেট বিক্রয় বিভাগের প্রধান আসাদুজ্জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন, করোনার শুরুর দিকে ইভ্যালি গ্রোসারি শপ এর মাধ্যমে দেশজুড়ে গ্রাহকদের বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের গ্রোসারি ও খাদ্য পণ্য পৌঁছে দিয়েছে। এর জন্য ইভ্যালি এক্সপ্রেস শপের বিক্রেতা এবং ডেলিভারি হিরোরা নিরন্তর কাজ করেছেন। অনলাইনে গ্রোসারি পণ্যের বাজার বড় হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইফাদের মতো প্রতিষ্ঠান যুক্ত হওয়াতে ইভ্যালির নিবন্ধিত ৪০ লক্ষাধিক গ্রাহকেরা গ্রোসারি পণ্য আরও সহজে অনলাইনে কেনাকাটা করে ঘরে বসেই ডেলিভারি নিতে পারবেন।