সূত্র মতে, সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের উদ্যোক্তা পরিচালক মিসেস সানজিদা মির্জা, আনোয়ার মির্জা, আব্দুর রহমান শিবলী মির্জা এবং আব্দুর রহমান হাসান মির্জা ২৪ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই চার উদ্যোক্তা পরিচালক একই সাথে সিলভা ফার্সাসিউটিক্যালসেরও উদ্যোক্তা পরিচালক।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের চার উদ্যোক্তা পরিচালক সব শেয়ার অর্থাৎ সাড়ে ২৪ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের উদ্যোক্তা পরিচালক মিসেস সানজিদা মির্জা, আনোয়ার মির্জা, আব্দুর রহমান শিবলী মির্জা এবং আব্দুর রহমান হাসান মির্জা ২৪ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই চার উদ্যোক্তা পরিচালক একই সাথে সিলভা ফার্সাসিউটিক্যালসেরও উদ্যোক্তা পরিচালক।
সূত্র মতে, সিলভা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্টহোল্ডার আল আমিন এগ্রো ফিসারিজ কমপ্লেক্সের উদ্যোক্তা পরিচালক মিসেস সানজিদা মির্জা, আনোয়ার মির্জা, আব্দুর রহমান শিবলী মির্জা এবং আব্দুর রহমান হাসান মির্জা ২৪ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই চার উদ্যোক্তা পরিচালক একই সাথে সিলভা ফার্সাসিউটিক্যালসেরও উদ্যোক্তা পরিচালক।
আর্কাইভ থেকে