ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৬ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।
রোববার ডিএসইতে মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।