'সরকার ভেঙে দেয়ার সুপারিশ' নেপালের প্রধানমন্ত্রীর

'সরকার ভেঙে দেয়ার সুপারিশ' নেপালের প্রধানমন্ত্রীর
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কোণঠাসা হয়ে পড়েছেন। নেপালের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ওলি আজ রবিবার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন।

গত শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন কেপি শর্মা ওলি। এরপর আজ রবিবার সকালে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেখানে তিনি বলেছেন, ‘আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এখন সরকার ভেঙে দেওয়া হোক।’

গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে বলছে, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে চাপ বাড়ছিল কেপি শর্মা ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি। তা ছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল।

নেপালের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা বিষ্ণু রিজাল এ ব্যাপারে বলেন, প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন তিনি। নেপাল কমিউনিস্ট পার্টির এক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি অসাংবিধানিক। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

নেপাল কমিউনিস্ট পার্টি ২০১৭ সালের নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে। সেই সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন কেপি শর্মা ওলি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া