প্রাইম ব্যাংক ও বিকাশের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তি

প্রাইম ব্যাংক ও বিকাশের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তি

দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অধিক দক্ষতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসির বিশেষায়িত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে বিকাশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই অংশীদারিত্বের আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা ই-মানি সঞ্চয় এবং সেটি ক্যাশ করার প্রয়োজনে সার্বক্ষণিক (২৪x৭) ভিত্তিতে বিকাশ চ্যানেল অ্যাকাউন্ট ও বিশেষ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সহজেই ফান্ড ট্রান্সফার করতে পাবেন। এই প্রক্রিয়া একটি এপিআই ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যা সকল ছুটির দিনেও কার্যকর থাকবে। সেবাটির সাথে অটোমেটেড রিকনসিলিয়েশন এবং কাস্টমাইজড রিপোর্টিংয়ের সুবিধাও থাকছে, যা কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করবে।


এছাড়াও, বিকাশ প্রাইম ব্যাংকের অমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে সকল ধরণের অভ্যন্তরীণ লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।

প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ঢাকা এরিয়া হেড সাজিদ রহমান; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট মো. রাশেদুল হোসেন; বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আহমেদ আশরাফ শরীফ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি