রয়েল এনফিল্ডের ‘রয়েল রাইডারস র‍্যালি ৩৬ জুলাই’

রয়েল এনফিল্ডের ‘রয়েল রাইডারস র‍্যালি ৩৬ জুলাই’

জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ডের রাইডারদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী র‍্যালির আয়োজন করেছে রয়েল এনফিল্ড ক্লাব বাংলাদেশ। আয়োজিত র‍্যালিটির নামকরণ করা হয় “রয়েল রাইডারস র‍্যালি–৩৬ জুলাই”।


গত মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর ৩০০ ফিট রোড এ’র ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে বিকেল ৩টায় আইসিসিবির সামনে থেকে রয়েল এনফিল্ড রাইডাররা একত্রে র‍্যালিটি শুরু করেন। র‍্যালিটি শেষ হয় নিলা মার্কেট এলাকায়। সেখানে ফটোসেশন ও পরে চা-আড্ডা, হাস্যরস ও রাইডারদের আন্তরিকতায় মুহূর্তগুলো হয়ে ওঠে আরও আনন্দময়।


এই আয়োজনের মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী ছিলেন রয়েল এনফিল্ড ক্লাব বাংলাদেশের অ্যাডমিন আব্দুল্লাহ বিন খুরশীদ। এই আয়োজন সফল করতে বেশ কয়েকজন সদস্য সহযোগিতা করেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। এছাড়াও টি-শার্ট ব্যবস্থাপনা, চা-নাশতার দায়িত্ব, আবার কেউ গোটা আয়োজনে নীরবে সহযোগিতা করেন।


আয়োজক আব্দুল্লাহ বিন খুরশীদ বলেন, এই ইভেন্টটি আমার পরিকল্পনায় সংগঠিত হয়েছে এবং ক্লাবের পক্ষ থেকে আমি গর্বিত এমন একটি আয়োজনে নেতৃত্ব দিতে পেরে। আমি আশাকরি ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও বেশি রয়েল এনফিল্ড প্রেমীদের নিয়ে স্মরণীয় রাইড আয়োজন করতে পারব।


এই র‍্যালি ক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি