ঢাকায় টানা ৫ ঘণ্টা বৃষ্টির আভাস

ঢাকায় টানা ৫ ঘণ্টা বৃষ্টির আভাস

রাজধানীতে ভোর থেকেই ঝড়ছে গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি আরও ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।


বুধবার (১৩ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।


পোস্ট আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ লেখেন,আজ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


তিনি লেখেন, সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


এ ছাড়া সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এদিকে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


তিনি আরও লেখেন, ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সব জেলার (মুন্সীগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর জেলার ওপরে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও