চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রপাতসহ ভারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।


ফেসবুক পোস্টে জানানো হয়, রাতে দেশব্যাপী বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ মঙ্গলবার দিবাগত রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।


বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনিসংহ, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।


রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ থেকে ১০০ ভাগ।


রাত ১২ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও ঢাকা বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৯০ ভাগ।


রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ থেকে ৭০ ভাগ।


রাত ১১ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৬০ ভাগ।


খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩০ থেকে ৫০ ভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও