করোনায় আক্রান্ত আবীর চ্যাটার্জি

করোনায় আক্রান্ত আবীর চ্যাটার্জি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও রিয়েলিটি শো সারেগামাপা ২০২০ এর উপস্থাপক আবীর চ্যাটার্জি।
রোববার (২০ ডিসেম্বর) আবীর চ্যাটার্জি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করোনাে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবীর লিখেছেন, ‘আবারো প্রমাণ হলো জীবনে কিছুই নিশ্চিত নয়। প্রোডাকসন টিমের কঠোর সতর্ক ব্যবস্থার মধ্যেই সবাই কাজ করছিলাম। কিন্তু আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবর হলো, আমি ভালো আছি। শুধুমাত্র কোনো গন্ধ পাচ্ছি না।’

তিনি লিখেছেন, ‘তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। শিগগিরই পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হবে। তারা নিরাপদ থাকবেন এটিই আমার একমাত্র চাওয়া।’

তিনি আরো লিখেছেন, ‘আমার আশাপাশে যারা এসেছেন, সবার প্রতি অনুরোধ আপনারা করোন পরীক্ষা করান। শুধু নিরাপদ থাকার জন্য এটি করুন।’

সবার ভালোবাসা ও দোয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। এর আগে সারেগামাপা ২০২০ এর বিচারকদের একজন শান্তনু মৈত্র করোনা আক্রান্ত হন। তিনি এখন সুস্থ আছেন বলে কিছুদিন আগে এক ভিডিও বার্তায় জানান। এছাড়া শিগগরিই তিনি শোতে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে