ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত
ছয়টি অভিন্ন নদীর (মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী) পানিবণ্টন বিষয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পর্যায়ের বৈঠক জানুয়ারির ৫-৬ তারিখে অনুষ্ঠিত হতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ৬টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হয়। দুই নেতাই এ বিষয়ে দ্রুত দরকষাকষি শেষ করার তাগিদ দেন।

উল্লেখ্য, নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে।

অন্যদিকে গঙ্গা পানিচুক্তি ১৯৯৬ সালে সই হয়। চুক্তির একটি ধারা অনুযায়ী পানিবণ্টনের তথ্য-উপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে, যা একটি রুটিন বিষয়।

এছাড়া ১০ জেলার ১৫টি অভিন্ন নদী বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু