ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা
ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে রোববার তিন-তিনটি রকেট ছোড়া হয়। অজানা গন্তব্য থেকে এই রকেট তিনটি ছোড়া হয়। তবে সেটি মার্কিন দূতাবাসে আঘাত হানার আগেই সি-র‌্যাম ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়। এতে অবশ্য বেশ কিছু স্থাপনা ও পার্ক করে রাখা গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ধারনা করা হচ্ছে ইরান সমর্থিত কোনো স্বশস্ত্র বাহিনী এই রকেট ছুড়ে থাকতে পারে। কারণ, ক’দিন পরেই ইরানের সাবেক সবচেয়ে শক্তিশালী রিপাবলিকান গার্ডসের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাচ্ছে। এই ধরনের হামলা হতে পারে সেই আশঙ্কা থেকেই গেল গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে সি-র‌্যাম সিস্টেম চালু করে।

সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে নিয়েছে। তারা আগেই আঁচ করতে পেরেছিল যে এই ধরনের হামলা সেখানে হতে পারে। সূত্র টাইমস অব ইসরায়েল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া