ধারনা করা হচ্ছে ইরান সমর্থিত কোনো স্বশস্ত্র বাহিনী এই রকেট ছুড়ে থাকতে পারে। কারণ, ক’দিন পরেই ইরানের সাবেক সবচেয়ে শক্তিশালী রিপাবলিকান গার্ডসের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাচ্ছে। এই ধরনের হামলা হতে পারে সেই আশঙ্কা থেকেই গেল গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে সি-র্যাম সিস্টেম চালু করে।
সোলাইমানিকে হত্যার এক বছর হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে নিয়েছে। তারা আগেই আঁচ করতে পেরেছিল যে এই ধরনের হামলা সেখানে হতে পারে। সূত্র টাইমস অব ইসরায়েল।