চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী ১০ ইউটিউবার নিয়ে আলোচনা:
রায়ান গুয়ান: চলতি বছর ইউটিউব চ্যানেল থেকে রায়ান গুয়ান আয় করেছেন ২ কোটি ৯৫ লাখ ডলার, যা টানা তৃতীয়বারের মতো রায়ান গুয়ানকে প্লাটফর্মটি থেকে সর্বাধিক উপার্জনকারীর আসনে বসিয়েছে। চলতি বছর রায়ান গুয়ানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি তার চ্যানেলের ভিউ ১ হাজার ২২০ কোটি ছাড়িয়েছে।
মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন): বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ইউটিউবার তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন জিমি ডোনাল্ডসন। ইউটিউবে তার চ্যানেলটির নাম মি. বিস্ট। চলতি বছর তিনি আয় করেছেন ২ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর মি. বিস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি এ ইউটিউব চ্যানেলের ভিউ ৩০০ কোটি ছাড়িয়েছে।
ডুড পারফেক্ট: পাঁচ বন্ধুর ইউটিউব চ্যানেল ডুড পারফেক্ট। চলতি বছর এ ইউটিউব চ্যানেলের আয় ২ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে, যা চ্যানেলটিকে বিশ্বের তৃতীয় সর্বাধিক উপার্জনকারী ইউটিউব চ্যানেলের আসনে বসিয়েছে। ডুড পারফেক্ট চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। এছাড়া চ্যানেলটির ভিউ ২৭৭ কোটি ছাড়িয়েছে।
রেট অ্যান্ড লিংক: রেট জেমস ম্যাকলাফলিন এবং চার্লস লিংকন নামের দুই বন্ধুর যৌথ ইউটিউব চ্যানেল রেট অ্যান্ড লিংক। চলতি বছর রেট অ্যান্ড লিংক ইউটিউব চ্যানেলের আয় ২ কোটি ডলারে পৌঁছেছে, যা চ্যানেলের স্বত্বাধিকারী দুই বন্ধুকে যৌথভাবে বিশ্বের চতুর্থ সর্বাধিক উপার্জনকারী ইউটিউবারের আসনে বসিয়েছে। জনপ্রিয় এ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ১৮ লাখ এবং ভিউ ১৯০ কোটি ছাড়িয়েছে।
মার্কিপ্লায়ার (মার্ক এডওয়ার্ড ফিচব্যাচ): চলতি বছর ইউটিউব চ্যানেল থেকে মার্ক এডওয়ার্ড ফিচব্যাচ আয় করেছেন ১ কোটি ৯৫ লাখ ডলার, যা তাকে চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী ইউটিউবারের তালিকায় পঞ্চম আসনে বসিয়েছে। চলতি বছর মার্কিপ্লায়ার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৭৮ কোটি এবং ভিউ ২৭৭ কোটি ছাড়িয়েছে।