আয়ে শীর্ষ ১০ ইউটিউবার

আয়ে শীর্ষ ১০ ইউটিউবার
ইউটিউবের ভিডিও শেয়ারিং প্লাটফর্মের মাধ্যমেই অনেকেই তারকাখ্যাতি অর্জন করেছেন। শুধু তা-ই নয়; ইউটিউব এখন চমকপ্রদ আয়ের উৎস হয়ে উঠেছে। ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে বড়দের পাশাপাশি পিছিয়ে নেই শিশুরাও। চলতি বছর টানা তৃতীয়বারের মতো সর্বাধিক উপার্জনকারী ইউটিউবারের তালিকায় শীর্ষ অবস্থান দখলে রেখেছে যুক্তরাষ্ট্রের ৯ বছর বয়সী রায়ান গুয়ান। দ্য গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী ১০ ইউটিউবার নিয়ে আলোচনা:

রায়ান গুয়ান: চলতি বছর ইউটিউব চ্যানেল থেকে রায়ান গুয়ান আয় করেছেন ২ কোটি ৯৫ লাখ ডলার, যা টানা তৃতীয়বারের মতো রায়ান গুয়ানকে প্লাটফর্মটি থেকে সর্বাধিক উপার্জনকারীর আসনে বসিয়েছে। চলতি বছর রায়ান গুয়ানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি তার চ্যানেলের ভিউ ১ হাজার ২২০ কোটি ছাড়িয়েছে।

মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন): বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ইউটিউবার তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন জিমি ডোনাল্ডসন। ইউটিউবে তার চ্যানেলটির নাম মি. বিস্ট। চলতি বছর তিনি আয় করেছেন ২ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর মি. বিস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি এ ইউটিউব চ্যানেলের ভিউ ৩০০ কোটি ছাড়িয়েছে।

ডুড পারফেক্ট: পাঁচ বন্ধুর ইউটিউব চ্যানেল ডুড পারফেক্ট। চলতি বছর এ ইউটিউব চ্যানেলের আয় ২ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে, যা চ্যানেলটিকে বিশ্বের তৃতীয় সর্বাধিক উপার্জনকারী ইউটিউব চ্যানেলের আসনে বসিয়েছে। ডুড পারফেক্ট চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৫ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। এছাড়া চ্যানেলটির ভিউ ২৭৭ কোটি ছাড়িয়েছে।

রেট অ্যান্ড লিংক: রেট জেমস ম্যাকলাফলিন এবং চার্লস লিংকন নামের দুই বন্ধুর যৌথ ইউটিউব চ্যানেল রেট অ্যান্ড লিংক। চলতি বছর রেট অ্যান্ড লিংক ইউটিউব চ্যানেলের আয় ২ কোটি ডলারে পৌঁছেছে, যা চ্যানেলের স্বত্বাধিকারী দুই বন্ধুকে যৌথভাবে বিশ্বের চতুর্থ সর্বাধিক উপার্জনকারী ইউটিউবারের আসনে বসিয়েছে। জনপ্রিয় এ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ১৮ লাখ এবং ভিউ ১৯০ কোটি ছাড়িয়েছে।

মার্কিপ্লায়ার (মার্ক এডওয়ার্ড ফিচব্যাচ): চলতি বছর ইউটিউব চ্যানেল থেকে মার্ক এডওয়ার্ড ফিচব্যাচ আয় করেছেন ১ কোটি ৯৫ লাখ ডলার, যা তাকে চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী ইউটিউবারের তালিকায় পঞ্চম আসনে বসিয়েছে। চলতি বছর মার্কিপ্লায়ার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৭৮ কোটি এবং ভিউ ২৭৭ কোটি ছাড়িয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়