আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আরও গতিশীল করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ইতোমধ্যে বিচারকাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে।
সংসদ নির্বাচনে ভোটকক্ষে নারী-পুরুষ ভোটার সংখ্যা বাড়লো
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ইতোমধ্যেই জোরেশোরে শুরু হয়েছে। একাধিক মামলায় অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে এবং সাক্ষ্যগ্রহণ চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িত বেশ কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচার কার্যক্রম চলছে। তবে মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                