করোনার নতুন রূপ নিয়ে বৈঠকে ডব্লিউএইচও

করোনার নতুন রূপ নিয়ে বৈঠকে ডব্লিউএইচও
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। কোভিড-১৯ এর নতুন ধরনের সংক্রমণ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ বুধবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ এক টুইট বার্তায় বলেছেন, নতুন ধরনের সংক্রমণের বিষয়ে আরও তথ্য না পাওয়া পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণে সতর্কতা থাকা বুদ্ধিমানের কাজ হবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন ধরনের এই কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। এতে করে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যদিও এটির মারাত্মক অসুস্থতার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন ধরন মহামারির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ। করোনার নতুন ধরন শনাক্ত করায় যুক্তরাজ্যের প্রশংসা করেছে ডব্লিউএইচও। কোভিড-১৯ এর নতুন ধরন শনাক্ত হওয়ার পর অনেক দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে আটকা পড়েছে জরুরি পণ্যবাহী বহু গাড়ি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুজ বলেছেন, গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ও জরুরি ভ্রমণ চালু থাকা উচিত।

করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি, যা চিন্তার বিষয়। এরই মধ্যে করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরে একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ৪০টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। কোভিড-১৯ এর নতুন ধরনের সংক্রমণের বিরুদ্ধে বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিন কার্যকর হবে বলে জানিয়েছেন বায়োএনটেকের প্রধান গবেষক ও স্বত্বাধিকারী উগুর শাহীন। তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া