আগামী ৪৮ ঘণ্টায় যেসব জেলায় বৃষ্টি হতে পারে

আগামী ৪৮ ঘণ্টায় যেসব জেলায় বৃষ্টি হতে পারে

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, লালমনিরহাট,কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ (সীমান্তবর্তী এলাকা) সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও এর আশেপাশের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম এ তথ্য জানিয়েছে।


রাত থেকেই এসব জেলায় ভারী বর্ষণ চলছে বলেও জানিয়েছে পর্যবেক্ষণ টিম।


তারা আরও জানিয়েছে, পাশাপাশি উজানেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ইতোমধ্যেই যেসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, সেখানে পানি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।


এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও