বাংলাদেশ পুঁজিবাজারে এক নতুন দিগন্তের সূচনা করলো এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সেবার ধারাবাহিকতায় আজ কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো তাদের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)। উন্নত এই সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীরা পাবেন আরও দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ লেনদেনের সুযোগ, যা দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নতুন ওএমএস’র উদ্বোধন করেন এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কাজুরি। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক ও ব্যবসায়িক বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম, আইটি বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিক, কমপ্লায়েন্স বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক ইমরান আহমেদ এবং ফাইন্যান্স বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণও অনলাইনে যুক্ত ছিলেন। এসময় বক্তারা জানান, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড সর্বদা বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে কাজ করছে। নতুন ওএমএস চালুর মাধ্যমে বিনিয়োগকারীরা শুধু আধুনিকতার স্বাদই পাবেন না, বরং ট্রেডিংয়ে স্বচ্ছতা, আস্থা ও কার্যকারিতাও নিশ্চিত হবে।
কোম্পানি কর্তৃপক্ষের মতে, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড তাদের গ্রাহকদের বিশ্বমানের সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। এই ওএমএস চালুর মধ্য দিয়ে সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                