সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- অ্যামবি ফার্মাসিটিক্যালস ও স্কয়ার ফার্মা।
আরগুস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল) এর রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে অ্যামবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের ‘এ’- রেটিং দেওয়া হয়েছে। আর স্বল্পমেয়াদে ‘এসটি-২’ হয়েছে। ৩০ জুন,২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও ৩১ মার্চ,২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ( সিআরআইএসএল ) এর রেটিং অনুযায়ী স্কয়ার ফার্মার দীর্ঘ মেয়াদে “এএএ” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে ‘এসটি-১’ হয়েছে। ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।