বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত।
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
পদগুলো হলো—
ক. বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর)-ফিক্সড উইং: ২টি
খ. বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর)-রোটর উইং: ১টি
গ. বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর)-ফ্লাইং স্কুল: ১টি
ঘ. বিশেষ পরিদর্শক (পারসোনেল লাইসেন্সিং ইন্সপেক্টর)-পারসোনেল লাইসেন্সিং: ২টি
ঙ. বিশেষ পরিদর্শক (এভিয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্ল্যাটার)-এভিয়েশন ইংলিশ
চ. বিশেষ পরিদর্শক (কেবিন সেফটি)-কেবিন সেফটি: ১টি
ছ. পরামর্শক (এয়ারওর্দিনেস)-এয়ারওর্দিনেস: ১টি
জ. বিশেষ পরিদর্শক (এয়ারওর্দিনেস)-এয়ারওর্দিনেস: ১টি
ঝ. বিশেষ পরিদর্শক (কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্টেশন)-কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্ট: ১টি
ঞ. বিশেষ পরিদর্শক (ডিএফওআই)-ফিক্সড উইং এয়ারলাইন্স: ১টি
ট. বিশেষ পরিদর্শক (ডিএফওআই)-হেলিকপ্টার সার্ভিসেস: ১টি
পদগুলোতে ২২ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।