বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তারা একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয় গিয়ে এই স্মারকলিপি দেন। এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘আমাদের চার দফা দাবি নিয়ে একটি প্রতিনিধি দল উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী গ্রামে থাকেন, তাদের হল ছাড়া অন্য কোথাও থাকার সামর্থ্য নেই। তাই হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।’
প্রগতিশীল ছাত্রজোটের চার দফা দাবি:
১. আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নিতে হবে।
২. ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত করে, প্রশাসনিক ব্যবস্থাপনায় অবিলম্বে হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৩. অতিরিক্ত হারে সেশন ফি, অন্যান্য ফি এবং জরিমানা নেওয়া বন্ধ করতে হবে। বেতন ফি মওকুফ করতে হবে।
৪. পরিবেশ পরিষদের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য গত মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইতোমধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে। কিন্তু অনার্স শেষ না করতে পারায় আবেদন করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র অধিকার পরিষদ নেতারা।