করোনায় তিতুমীর কলেজ শিক্ষকের মৃত্যু

করোনায় তিতুমীর কলেজ শিক্ষকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার সকালে সাইফুল হকের সহকর্মী শিক্ষক রাজিব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, গত ৮ ডিসেম্বর করোনা সংক্রমণ ধরা পড়ে সাইফুল হকের। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, সাইফুল হকের মরদেহ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আধাঘণ্টার জন্য রাখা হয়। সেখানে কলেজের শিক্ষক ও তার সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর নিয়ে যাওয়া হয়। আজ বিকেলেই জেলা সদরে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ত্রয়োদশ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন অধ্যাপক সাইফুল হক। তিতুমীরে আসার আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। এর আগে তিতুমীর কলেজের ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ছিলেন সাইফুল হক।

অধ্যাপক সাইফুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানাসহ শিক্ষক পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি