আগামী বছর ‘বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার’ চালু করা হবে: শিল্প প্রতিমন্ত্রী

আগামী বছর ‘বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার’ চালু করা হবে: শিল্প প্রতিমন্ত্রী
আগামী বছর (২০২১) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার’ চালু করবে শিল্প মন্ত্রণালয়। শিল্প খাতে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে।

সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব কারখানা শিল্প উন্নয়নে কাজ করছে তাদের অনুপ্রেরণা দিতে শিল্প মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করে। সেই লক্ষ্যে আগামী বছর থেকে বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার প্রদান করা হবে। ইতোমধ্যে এ পুরস্কার প্রদানের জন্য কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের প্রণোদনা প্রদানের অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয় নিয়মিত রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার, সিআইপি শিল্প কাড, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, জাতীয় এসএমই পুরস্কার, ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট দেয়।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে কামাল আহমেদ মজুমদার বলেন, আপনারা পণ্য নিয়ে বাজারে সিন্ডিকেট করছেন। দয়া করে কাজটি করবেন না। আপনাদের সিন্ডিকেটের কারণে সরকার ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা