মার্কেন্টাইল ব্যাংকের ১৫ টি শাখায় ’ইসলামী ব্যাংকিং’ সেবা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের ১৫ টি শাখায় ’ইসলামী ব্যাংকিং’ সেবা উদ্বোধন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ১৫ টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্ম এর মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।

শাখাগুলো হলো- ১. গুলশান শাখা, ঢাকা; ২. তেজগাঁও-গুলশান লিংক রোড শাখা, ঢাকা; ৩. এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা; ৪. নারায়ণগঞ্জ শাখা; ৫. কুমিল্লা শাখা; ৬. জুবিলী রোড শাখা, চট্টগ্রাম; ৭. ছাগলনাইয়া শাখা, ফেনী; ৮. খুলনা শাখা; ৯. হাজীগঞ্জ শাখা, চাঁদপুর; ১০. সিলেট শাখা; ১১. সুয়াগঞ্জ শাখা, কুমিল্লা; ১২. রাজনগর এসএমই/কৃষি শাখা, ফেনী; ১৩. দাগনভূঞা শাখা, ফেনী; ১৪. মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী ও ১৫. আমিশাপাড়া এসএমই/কৃষি শাখা, নোয়াখালী।

এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ জি. ডব্লিউ. এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান ও শামীম আহমেদ, ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করে সব ধরণের সেবা নিশ্চিত করবে।

তিনি বলেন, খুব শীঘ্রই দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের আরো ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলা হবে, এর ফলে আমাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো হবে ৪৫টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি