প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছর চার্জার ছাড়া আইফোন ১২ বাজারজাত করার ঘোষণা দিয়েছিল। ওই ঘোষণার পর ডিভাইস বাজারে অনেক নেতিবাচক আলোচনা হয়েছিল। অনেকেই অ্যাপলের এমন পরিকল্পনাকে ব্যঙ্গ করেছিলেন। ওই সময় শাওমি টুইট করে জানিয়েছিল, তাদের ফোন বক্সে সব আছে, বাদ পড়েনি কিছুই। তবে কয়েক মাসের ব্যবধানে সুর বদল করল শাওমি। এবার নিজেরাই চার্জার ছাড়া ফোন সরবরাহের পরিকল্পনার কথা জানাল।
শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন জানান, তাদের আসন্ন মি ১১ ফোনের সঙ্গে কোনো চার্জার থাকবে না। এমন পরিকল্পনার পেছনে পরিবেশগত উদ্বেগের কথা জানান তিনি।
লেই জুন চীনভিত্তিক সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ওয়েইবোতে চার্জার ছাড়া ফোন আনার ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, মানুষের কাছে অনেক চার্জার এখন। বিষয়টি পরিবেশগত বোঝা তৈরি করছে। এজন্য মি ১১ সিরিজের ডিভাইসের সঙ্গে চার্জার দেয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে।