মন্ত্রী বলেন, আগামী বছরের জুন ও জুলাই মাসে আমরা এসএসসি ও এইচএসসি ও পরীক্ষা আয়োজনের লক্ষ নিয়েই আমরা সামনে এগোচ্ছি। পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ করছে এনসিটিবি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।’
তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর করার প্রস্তুতি নিচ্ছি।