মুক্ত বাণিজ্য চুক্তির পথে যুক্তরাজ্য-তুরস্ক

মুক্ত বাণিজ্য চুক্তির পথে যুক্তরাজ্য-তুরস্ক
ব্রেক্সিট-পরবর্তী সময়ের জন্য তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চূড়ান্ত করেছে যুক্তরাজ্য। রোববার যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস জানান, মঙ্গলবার উভয় পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে।

যুক্তরাজ্য-তুরস্কের নয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে নতুন কিছু নেই। লন্ডন-আঙ্কারার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক শর্তগুলোই বহাল থাকছে। তবে লিজ ট্রাস বলেন, দুই দেশের মধ্যে শিগগিরই নতুন সম্পর্ক হওয়ার বিষয়ে আশাবাদী তিনি।

এক বিবৃতিতে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্কমুক্ত বাণিজ্যের লক্ষ্যে চলতি সপ্তাহেই চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এটি আমাদের বাণিজ্যিক সম্পর্ক গড়তে সাহায্য করবে। ফলে যুক্তরাজ্যজুড়ে ম্যানুফ্যাকচারিং, গাড়ি ও ইস্পাত শিল্পে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি বলেন, এখন আমরা অদূরভবিষ্যতে যুক্তরাজ্য-তুরস্কের মধ্যে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তির আশা করছি।

২০১৯ সালে লন্ডন-আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে ২ হাজার ৫২৫ কোটি ডলার। যুক্তরাজ্য বলছে, জাপান, কানাডা, সুইজারল্যান্ড, নরওয়ের পর তুরস্কের সঙ্গেই তাদের বাণিজ্যিক লেনদেন সবচেয়ে বেশি। সূত্র রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না