আইসিএসবি'র সাথে ডিসিসিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর

আইসিএসবি'র সাথে ডিসিসিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২২ ডিসেম্বর আইসিএসবি এর সভাপতি মোজাফফর আহমেদ এবং ডিসিসিআইএর সভাপতি শামস মাহমুদ পারস্পরিক সহযোগিতার জন্য এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।প্রাথমিকভাবে এই সমঝোতাটি ৫ (পাঁচ) বছরের জন্য করা হয়েছে।

ডিসিসিআইয়ের সভাপতি মাহমুদ আশা করেন, এই সমঝোতা চুক্তি উভয় সংস্থার জন্য শিক্ষার সুযোগ প্রসারিত করবে। তিনি আইসিএসবির সদস্যদের আমাদের দেশের কর্পোরেট খাতে সুশাসন নিশ্চিত করতে কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেন।

আইসিএসবির সভাপতি মোজাফফর আহমেদ আইসিএসবি সম্পর্কে ডিসিসিআই থেকে আগত অতিথিদের কাছে আলোচনা করেন এবং ডিসিসিআই সভাপতি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের এ জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। সমঝোতা চুক্তিটি উভয় সংস্থার মাধ্যমে এদেশের ব্যবসায়ী কমিউনিটির উন্নতির জন্য একসাথে কাজ করার নতুন সুযোগ উন্মুক্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ডিসিসিআইএর সহায়তায় আইসিএসবি পেশাদাররা তাদের পেশাদার জ্ঞান দিয়ে কর্পোরেট খাতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে।

আরও উপস্থিত ছিলেন, সেলিম আহমেদ এফসিএস, কোষাধ্যক্ষ, আইসিএসবি, ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এন কে এ মবিন এফসিএ, এফসিএস, আইসিএসবির সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. শামীবুর রহমান এফসিএস এবং আইসিএসবির উপ-পরিচালক (শিক্ষা) মেহেদী হাসান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি