সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- মতিন স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩১ মিনিট পর্যন্ত মতিন স্পিনিংয়ের স্ক্রিনে ২৫ হাজার ৭৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।
এদিকে একই সময়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮২ লাখ ৮৩ হাজার ২০৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।
একই সময়ে রবির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।