রবি-টেন মিনিট স্কুলে করা যাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স

রবি-টেন মিনিট স্কুলে করা যাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি কোর্স চালু করেছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ভিত্তিক শিক্ষা মাধ্যম 'টেন মিনিট স্কুল'।

টেন মিনিট স্কুল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অনলাইনে নিয়মিত ২০ লক্ষ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করার পাশাপাশি চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধিতেও সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে রবি টেন মিনিট স্কুল। এরই ধারাবাহিকতায় এ বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য রবি টেন মিনিট স্কুল নিয়ে এসেছে একটি পূর্ণাঙ্গ কোর্স।"

ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যে তৈরিকৃত কোর্সটির মূল্য ২৫০০ টাকা। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিবিএসহ সকল ইউনিটের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে এই কোর্সে। পুরো বান্ডেলটি পাওয়া যাবে ৪৫০০ টাকায়। কোর্সটিতে থাকছে ৪৩৯টিরও বেশি বিষয় ও টপিকভিত্তিক ভিডিও লেকচার, ১৩৮০টিরও বেশি মডেল প্রশ্ন, ৩৯৮টিরও বেশি নোট, ২৫টি গাইড এবং ২০০১-২০১৯ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রতি সপ্তাহে থাকছে প্রবলেম সলভিং লাইভ।

কোর্সটি করা যাবে এই লিংক থেকে: https://10ms.live/ucZJq

এছাড়াও এই কোর্সের অটোমেটেড গাইডেড জার্নি একজন পরীক্ষার্থীর পড়ার রুটিন গুছিয়ে দেবে পরীক্ষার রুটিন অনুসারে। পড়ার অগ্রগতি অনুযায়ী আনলক হবে কনটেন্ট তাই অনেক পড়ার ভিড়ে খেই হারানোর ঝুঁকিও নেই। পরীক্ষার্থী নিজেই ঝালিয়ে নিতে পারবে নিজের পরীক্ষা প্রস্তুতি।

২০২০ সালে প্রায় ১৪ লাখ নিবন্ধনকৃত শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। করোনা মহামারীর কারণে এবার পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে এবার শতভাগ পাশ। তাই ভর্তিযুদ্ধের প্রতিযোগীতাও হবে এবার তুলনামূলক বেশি। গত বছর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে আসনপ্রতি লড়াই হয়েছিলো ৩৯ জনের মধ্যে, এবার সেটা নিশ্চিতভাবেই বাড়ছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি