মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর জন্যে সেজে উঠছে আহমেদাবাদ। আর এই শহরকে সাজাতে দিলখোলা হয়ে খরচ করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ট্রাম্পকে স্বাগত জানাতে বাজেট বাধা হয়ে না দাঁড়ায়। রাস্তা সারানো থেকে শুরু করে শহরকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভলপমেন্ট অথরিটি। শহরকে সাজানোর জন্য প্রত্যেক বিভাগকে হাত খুলে খরচ করার নির্দেশও দেওয়া হয়েছে। মোট খরচ হচ্ছে ১০০ কোটি টাকা।
এই বিপুল খরচ নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছে শিব সেনা। তাঁদের তরফে সামনায় লেখা হয়েছে, “যেন ‘বাদশাহ’ নগর পরিদর্শনে আসবেন এমন করে আহমেদাবাদকে সাজানো হচ্ছে। যেভাবে স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে রানি ভিক্টোরিয়া ভারত সফরে আসতেন, ট্রাম্প যেন সেভাবেই ভারত সফরে আসবেন! করদাতাদের টাকা খরচ করে পরিদর্শনে আসা ব্রিটিশ প্রভুদের যেভাবে খুশি করা হত। এখনও সেই একই কাজ করা হচ্ছে। মোদি সরকারের প্রস্তুতি সেই দাসত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।”
মোদিকে সরাসরি আক্রমণ করে শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে, “ইন্দিরা গান্ধী একসময় গরিবি হঠাও ডাক দিয়েছিলেন আর এখন মোদী বলছেন, গরিবি ছুপাও।” সেকারণেই আহমেদাবাদে বস্তি ঢাকতে ১০০ কোটি টাকা খরচ করে দেওয়াল তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সামনায়। # ইন্ডিয়া টুডে অবলম্বনে